জোনাথন ট্রট যেন ভাগ্যটাই বদলে দিয়েছেন আফগানিস্তান ক্রিকেটের। যুদ্ধবিধ্বস্ত মরুতে আশার ফুল ফুটিয়েছেন এই ইংলিশ ক্রিকেট গুরু। তার অধীনে বিশ্বকাপসহ আইসিসির বৈশ্বিক ইভেন্টগুলো নিয়মিত চমক দেখাচ্ছেন রশিদ খানরা। সে হিসেবে ট্রট আফগান ক্রিকেটে বেশ সমাদৃত।
শিরোনাম